আয়েশা খানমের প্রয়াণ দিবস মহিলা পরিষদের শ্রদ্ধা

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি আয়েশা খানমের তৃতীয় প্রয়াণ দিবস। নারী অধিকার আন্দোলনের অগ্রনী নেত্রী আয়েশা খানম আজীবন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী-পুরুষের সমতাভিত্তিক, সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের কাজ করেছেন। তার প্রয়াণ দিবসে মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার কার্যালয়ে সোমবার (০২ জানুয়ারি) বিকাল ৪টায় এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।

সভার শুরুতে তাঁর প্রতিকৃতিতে ফুলের মালা ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন লিমা, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সদস্য নুরুন্নাহার পারভীন প্রমুখ।

সভায় সভার সভাপতি আয়েশা খানমের স্মৃতি চারণ করে বলেন আয়েশা খানম এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যা সংগঠনের ক্ষেত্রে কখনো কখনো মতভেদ হলেও তা কখনোই ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি বরং ভিন্ন ভিন্ন মতামত আলোচনায় মহিলা পরিষদ সমৃদ্ধ হয়েছে এবং একটি সত্যিকারের গণ সংগঠনের রুপ পেয়েছেন। জীবনের প্রতিটি মুহূর্তে নারীর সম্মান ও মহিমা প্রতিষ্ঠা করার আন্তরিক প্রয়াস রাখতেন। তাঁর এই কর্ম সাধনা আমাদের সমাজে আরো প্রসারিত হওয়া, আরো গভীরভাবে ব্যাপ্ত হওয়ার প্রয়োজন ছিল। তাঁর এই প্রয়াণে আমরা সেই প্রাপ্তি থেকে বঞ্চিত হলাম।

ইউকে/এএস