নিজস্ব প্রতিবেদক: ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য নিরাপত্তা অধিকার বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ৪ জানুয়ারি) নতুন ২০টি রক্ষাগোলা সংগঠনের ৪০জন নেতৃবৃন্দের অংশগ্রহণে সিসিবিভিও শাখা কার্যালয়, কাঁকনহাটে দিনব্যাপী খাদ্য নিরাপত্তা ও খাদ্য অধিকার, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও পুষ্টিকর খাদ্র গ্রহণ বিষয়ে এই মৌলিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতা সভার আলোচ্য বিষয় হলো খাদ্য নিরাপত্তা, খাদ্য অধিকার ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ফ্লিপচার্ট, পোস্টার, লিফলেট পরিচিতি ও ডকুমেন্টরি প্রর্দশন, উক্ত বিষয়ে সচেতনতামূলক প্রচারণার প্রয়োজনীয়তা, গ্রাম সমাজসংগঠন পর্যায়ে প্রচারাভিযানের কৌশল এবং পোস্টার, লিফলেট, ফ্লিপচার্ট পরিচিতি ও ডকুমেন্টরি ব্যবহার পদ্বতি ও কৌশল, নিরাপদ খাবার পানির বিধিসমূহ, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিধিসমূহ ও স্যানিটেশনের বিধিসমূহ।
উক্ত বিষয়সমূহ আলোচনা করেন ঊর্ধ্বতন মাঠ কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম ও মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী। সভাটি পরিচালনা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস। আর তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত মিলন।
ইউকে/এএস