বার্তাকক্ষ প্রতিবেদন: পুরো দেশ কাঁপিয়ে দিচ্ছে বেরসিক শীত। সারা দেশের মতো রাজধানীতের তীব্র শীতে জমে উঠেছে ঋতু। তবে সহসাই এই শীত বিদায় নিচ্ছে না। বরং আরো জাকিয়ে বসছে। তাপমাত্রার চেয়ে বেশি শীত পড়ছে। আগামী সপ্তাহে এই শীতের মাত্রা আরও বাড়বে বলে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে তাপমাত্রার চেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হওয়ার কারণে আবহাওয়াবিদরা বলছেন, উত্তরের হিমেল বাতাসের কারণেই এই পরিস্থিতি। দেশজুড়ে এমন বাতাস বইতে পারে আরও কয়েকদিন।
এ ছাড়া আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সে কারণে শীতের মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জানুয়ারিতে দেশে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর প্রথমটি হবে আগামী সপ্তাহের শেষ দিকে। তবে জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা বেশ কম।
ইউকে/এএস