স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির আহবান রাজশাহী জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক: স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির আহবান জানিয়েছেন- রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অষ্টম জেলা রোভার মুট উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠ প্রাঙ্গনে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অষ্টম জেলা রোভার মুট উদ্বোধনের পর প্রধান অতিথিকে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জানানো হয়। তিনি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং স্কাউটদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন।

এর আগে উদ্বোধনী বক্তৃতায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য বাংলাদেশ স্কাউটসকে সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী আরও কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে বর্তমান সরকার সব শিক্ষা-প্রতিষ্ঠানে স্কাউটিংকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি করে কাব স্কাউট দল, বয় স্কাউট দল ও রোভার স্কাউট দল চালু করা হয়েছে। পাশাপাশি স্কাউটিংয়ের গুণগত মান অক্ষুণ্ণ রেখে এর সংখ্যা আরও বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন রাজশাহী জেলা প্রশাসক।

রাজশাহী জেলা রোভারের কমিশনার অধ্যাপক ড. মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার চৌধুরী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. সেলিম চৌধুরী ।

‘মানবতা ও নৈতিকতা জাগরণে রোভারিং’ এই স্লোগানকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী রাজশাহী জেলা রোভার মুট উদ্বোধন করা হলো আজ। এটি চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। মহাতাবু জলসার মধ্যে দিয়ে এটি শেষ হবে। এতে রাজশাহী জেলার মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪২টি দলের অধীন ৩৩৬ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেছেন। এতে তারা স্কাউট প্রশিক্ষণ নেবেন।

ইউকে/এএস