মেহেরপুর সংবাদদাতা: মা-বাবার মধ্যে কথা কাটাকাটির জের ধরে বাবাকে হাসুয়া (দেশীয় অস্ত্র) দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক প্রতিবন্ধী ছেলে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার কলিতলা কল্যাণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আফেল উদ্দীন (৬৫)। তিনি ওই গ্রামের ইয়াদ আলীর ছেলে। আর অভিযুক্ত ছেলের নাম সুজন।
স্থানীয় গ্রামবাসী ও নিহতের পরিবার জানায়, সুজন ২০০২ সালে এইচএসসি পাস করার পর মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে। পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় পরিবারের লোকজন তাকে বাড়ি ফিরিয়ে আনে। মায়ের প্রতি প্রচণ্ড ভালবাসা সুজনের। কেউ তার মাকে কোনও প্রকার আঘাত করে কথা বললে সহ্য করতে পারে না সে। শনিবার সকালে আফেল উদ্দীন ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মানসিক ভারসাম্যহীন পুত্র সুজন (৩৫) হাসুয়া দিয়ে তার বাবা আফেল উদ্দিনকে এলোপাথাড়ি কোপ মারে। এতে আফেল উদ্দীন মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুজনকে আটকের জন্য পুলিশ কাজ করছে।
ইউকে/এসএম