মুরগি ব্যবসায়ী নিহত: সিসিটিভির ফুটেজ দেখে ট্রলি চালককে আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ইটবোঝাই ট্রলির চাপায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় ওই চালককে আটক করেছে র‌্যাব-৫। রোববার (২৬ ফেব্রুয়ারিত) মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য জানানো হয়েছে।

আটককৃত ট্রলি চালকের নাম আব্দুর রহমান বর্ষণ (২১)। তিনি মহানগরীর কাটাখালি এলাকার বাখরাবাজ এলাকার লিটন রহমানের ছেলে।

র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গত ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে মহানগরীর ভদ্রার বাবুল পেট্রোল পাম্পের সামনে বেপরোয়া গতিতে একটি ইটবোঝাই ট্রলি মুরগরি ব্যবসায়ী কামাল উদ্দিন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে অজ্ঞাতনামা চালক এবং হেলপার ট্রলিটি ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে নিহত কামালের ভাতিজা আবজাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চালক ও হেলপারের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। এরপর র‌্যাব সদস্যরা অজ্ঞাতনামা চালক ও হেলপারকে সনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। তারা পেট্রোল পাম্পের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ট্রলি চালক ও হেলপারকে সনাক্ত করেন।

এরপর র‍্যাব সদস্য রোববার বেলপুকুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক ট্রলি চালক আব্দুর রহমান বর্ষণকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার সকালে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে ওই মামলা গ্রেফতার দেখিয়ে বিকেলের মধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন- এই র‍্যাব কর্মকর্তা।

ইউকে/এএস