দেড় লাখ জাল স্ট্যাম্পসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলা থেকে এক লাখ ৩১ হাজার জাল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলিহার বেতীপাড়া থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে বলিহার বেতীপাড়া গ্রামের শহিদুল তার বসতবাড়িতে বিভিন্ন জাল রাজস্ব স্ট্যাম্প তৈরি করে বিক্রি করেন। ওই বসতবাড়িতে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তার বসতবাড়ি তল্লাশি করে খাটের নিচ থেকে জাল রাজস্ব স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে জাল রাজস্ব স্ট্যাম্পগুলো নিজ হেফাজতে রেখে বিক্রি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইউকে/এসএস