নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা। এসময় তার কাছ একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও নগদ ৪২ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (২৯ নভেম্বর) দিনগত শেষ রাতে গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়ীয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে র্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারির নাম লিটন (৪৪)। তিনি গোদাগাড়ী উপজেলার চর আমতলা এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নৌকায় নদী পার হয়ে আসামির বসতবাড়ি যায়। এসময় ঘেরাওকালে বাড়ির গেট খুলে পালানোর চেষ্টাকালে লিটনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অপর জন দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে গ্রেফতার আসামির আঙিনায় খড়ের আটির স্তূপ থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। লিটন ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত হেরোইন বিক্রির জন্য মজুদ রেখেছিল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউকে/এএস