পুকুর সংরক্ষণে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহীর উদ্যোগে ‘অস্তিত্ব সংকটে রাজশাহী নগরীর পুকুর/জলাশয় : সংরক্ষলে করণীয়’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে নগরীর ওয়ারিশন রেস্তরাঁর সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় নগরীর পুকুর ও জলাশয় সংরক্ষণের জন্য রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দেওয়া হয়। আইন থাকা সত্ত্বেও একের পর এক পুকুর বন্ধ হয়ে যাচ্ছে যা পরিবেশ সুরক্ষার পরিপন্থি।

বেলা- রাজশাহী বিভাগীয় সমন্বয়ক তন্ময় সান্যালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ, টিঅঅইবি রাজশাহী কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম, আদিবাসী ছাত্র পরিষদের ববিতা পাহান, সেলিনা বেগম প্রমুখ।

ইউকে/এএস/আরএ