মাস্ক না পরলে আইনি ব্যবস্থা

বার্তাকক্ষ প্রতিবেদন: করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে আরও প্রচার-প্রচারণা চালানো হবে। মাস্ক ব্যবহার না করলে ‘আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে ‘সীমিত পরিসরে’ লকডাউন ঘোষণা করে রোববার (২৭ জুন) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আর জারি করা প্রজ্ঞাপনে মাস্ক ব্যবহারের বিষয়ে হুঁশিয়ার করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিধিনিষেধ:
১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

২. সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

৪. সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

ইউকে/এসএম