কবীর সুমনের করোনা রিপোর্ট নেগেটিভ

বিনোদন বিভাগ:  জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন।

তার করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বস্তির বিষয় হচ্ছে রিপোর্ট নেগেটিভ এসেছে।

চিকিৎসকরা মনে করছেন, টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে যাওয়ায় উপযুক্ত আবহাওয়া পেয়ে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস সক্রিয় হয়ে উঠেছে। তার জেরেই আক্রান্ত হয়েছেন প্রবীণ শিল্পী। বয়সজনিত কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম।

হাসপাতাল সূত্র পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে জানায়, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন তিনি।

গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করছিলেন কবীর সুমন। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল।

তাই সোমবার (২৮ জুন) ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দেওয়া হয়েছে অক্সিজেন। এছাড়া শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে।

সোমবারই কবীর সুমনকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তি ফিরেছে অনুরাগীদের মধ্যে।

ইউকে/এএস