বাগমারা সংবাদদাতা: রাজশাহীর বাগামারা উপজেলার গোপীনাথপুর গ্রামে বজ্রপাতে আলতাফ হোসেন বেগ ( ৩৭) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেলে মাঠে কাজ করার সময় এ অপমৃত্যুর ঘটনা ঘটে। নিহত আলতাফ ওই গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
রাজশাহীর বাগমারা উপজেলার ১৫নং যোগিপাড়া ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলতাফ হোসেন পেশায় কৃষক। বিকেলে তিনি বাড়ির বাইরের মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গিয়ে মাঠ থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় জানাজার নামাজ শেষে গ্রামেই তার মরদেহ দাফন করা হয়।
ইউকে/জেআর/এসএম