ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ জুন) সকালে ওই উপজেলার মাটিলা ও শ্যামকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের সবার বাড়ি কিশোরগঞ্জ, বাগেরহাট, খুলনা, পঞ্চগড় ও যশোর জেলার বিভিন্ন স্থানে।
মহেশপুর খালিশপুর ৫৮-বিজিবির সহকারী মো. নুরুল ইসলাম খান জানান, কিছু ব্যক্তির ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের খবরে সকালে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্তের মাটিলা গ্রাম থেকে ২ জন ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ১১ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
ইউকে/এএস