ক্রীড়া বিভাগ: চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে করেছেন তিন গোল, অ্যাসিস্ট করেছেন ২টি গোলেও। ফলে ল্যাতিন আমেরিকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌঁড়ে আরো এগিয়ে গেলেন মেসি।
ব্রাজিলের কিংবদন্তি পেলে আন্তর্জাতিক ফুটবলে গোল করেছিলেন ৭৭টি। ল্যাতিন আমেরিকার ফুটবলারদের মধ্যে পেলেই সর্বোচ্চ গোলদাতা। তবে পিঁছিয়ে নেই মেসিও। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা এখন ৭৫টি। আর তিন গোল করলেই তিনি ছাড়িয়ে যাবেন পেলেকে।
বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জোড়া গোল করে গোলসংখ্যায় মেসিকে টপকে গিয়েছিলেন ভারত অধিনায়ক সুনিল ছেত্রী। কোপায় দুর্দান্ত খেলে ছেত্রীকে পেছনে ফেলেছেন মেসি। কোপার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচে হ্যাটট্রিক করতে পারলে সেদিনই ছাড়িয়ে যাবেন পেলেকে।
ইউকে/এএস