সিরাজগঞ্জ সংবাদদাতা: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বাড়ছে। ২৪ ঘণ্টায় ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় পানির গভীরতা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪৮ সেন্টিমিটার। তবে এখনও বিপৎসীমার এক মিটার ৮৭ সেন্টিমিটার নিচে রয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এক সপ্তাহ ধরেই যমুনা নদীতে পানি বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে ১০/১২ জুলাই পর্যন্ত। ওই সময়ের মধ্যে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে তিনি জানান।
ইউকে/এএস