ক্রীড়া বিভাগ: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। এছাড়া ডাক পেয়েছেন তিন নতুন মুখ। একমাত্র টেস্ট শুরু হবে ৭ জুলাই। টেস্টের পর স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।
আজ বৃহস্পতিবার ঘোষিত ২০ সদস্যের দলে ফিরেছেন টেন্ডাই চাতারা ও টিমাইসেন মারুমা। এছাড়া নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান টাকুদজওয়ানশে কাইটানো, ডিওন মেয়ার্স ও কিপার-ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে, তারিসাই মুসাকান্দা।
জিম্বাবুয়ে টেস্ট দল : শন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভানগা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, রয় কাইয়া, টাকুদজওয়ানশে কাইটানো, কেভিন কাসুজা, টিমাইসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো।
ইউকে/এএস