স্পেন-ইতালি ম্যাচ পরিসংখ্যান কার পক্ষে?

ক্রীড়া বিভাগ: বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিদায়, বিদায় নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। ধরাশায়ী হয়েছে জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দলগুলোও। ইউরো এখন চার দলের লড়াই। সেই লড়াইয়ে তিন ফেবারিট ইতালি, স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে আছে ডেনমার্ক।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইতালি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠে স্পেন। অন্যদিকে, ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় ইতালি।

ইউরোতে দুদলই ফর্মে থাকলে অতীত পরিসংখ্যানে এগিয়ে রয়েছে স্পেনই। এখন পর্যন্ত স্পেন-ইতালি ৩৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে ১২টি ম্যাচ, ১৩টিতে ড্র হয়েছে এবং ইতালি জিতেছে ৯টিতে। দুদলের সর্বশেষ লড়াইয়েও স্পেন জিতেছিল ৩-০ গোলে।

সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ানরা অপরাজিত সর্বশেষ ৩২ ম্যাচে। স্পেনের বিপক্ষে ম্যাচে ইতালির জয়রথ থামবে নাকি আবারো অপরাজিত থেকে মাঠ ছাড়বে ইতালি- সেটাই দেখার বিষয়।

ইউকে/এএস