ফেসবুক চালু করবে বুলেটিন নিউজ ফিচার

তথ্যপ্রযুক্তি বিভাগ: ‘লাইভ অডিও রুমস’ ফিচারের সঙ্গে বুলেটিন নিউজ ফিচারও যুক্ত করবে বিশ্বের বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফলে ভিডিও কনটেন্ট নির্মাতারা প্ল্যাটফর্মটিতে অডিও লাইভ করার সময় নিজেদের লোগো, প্রতিষ্ঠানের নাম, কালার প্যালেটসহ একাধিক কনটেন্ট কাস্টমাইজ করতে পারবেন।

এতে মাল্টিমিডিয়া এমবেড ও অন্যান্য স্টাইলিংয়ের সুবিধাও থাকছে। শুধু তা-ই নয়, ফিচারটিতে ভিডিও কনটেন্ট নির্মাতারা সাবস্ক্রিপশন অর্থের পুরোটাই পাবেন। তাদের কাছ থেকে কোনো রাজস্ব চাওয়া হবে না।

ফেসবুক বলছে, নতুন এই ফিচারের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের কনটেন্ট আগের তুলনায় ব্যবহারকারীদের কাছে বেশি মাত্রায় পৌঁছাবে। ফলে তাঁরা বেশি মুনাফা অর্জন করতে পারবেন।

ইউকে/এএস