বার্তাকক্ষ প্রতিবেদন: হাইতির প্রেসিডেন্টকে তার বাড়িতে গত বুধবার বন্দুকধারীরা হামলা চালিয়ে হত্যা করেছে। প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ নিহত হওয়ার আগে থেকেই অশান্ত ক্যারিবীয় দেশটির পরিস্থিতি আরে অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল মার্কিন ও কলম্বিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ২৮ জনের একটি দল। তাদের মধ্যে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, অভিযুক্তদের তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। বাকি আটজন এখনো পলাতক রয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে হাইতির সাধারণ নির্বাচনে জিতেছিলেন ময়িজ। তবে তা বাতিল করে জোভেনেল ফয়েজকে আবারো নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হয়। তিনি সেখানেও জেতেন।
পরে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ময়িজ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে শাসনকাল সুখকর হয়নি তার।
সূত্র: সিএনএন
ইউকে/এএস