বার্তাকক্ষ প্রতিবেদন: নাইজেরিয়ার জামফারা রাজ্যে হামলা চালিয়ে অন্তত ৩৫ জনকে হত্যা করেছে অস্ত্রধারী শষ্য চোরেরা। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ শনিবার এই তথ্য জানিয়েছে এএফপি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে এই হামলায় ৪৩ জন গ্রামবাসী নিহত হয়েছেন।
রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এএফপিকে বলেছেন, ‘পাঁচটি গ্রামে ডাকাতরা পঁচিশজন মানুষকে হত্যা করেছিল। নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যায়। খারাপ রাস্তার কারণে এই অঞ্চলে পৌঁছানো কঠিন।’
মোটরসাইকেলের আরোহী বন্দুকধারীরা ম্যারাডুন জেলার গিদান আদমু, সসৌনি, গিদান বাউশি, গিদান মাইদাওয়া ও ওয়ারিতে হামলা চালায়। গ্রামগুলোতে সমন্বিত হামলা চালিয়ে বাসিন্দাদের গুলি করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই হামলায় ৪৩ জন মারা গেছেন। এছাড়াও ওই হামলায় আরো সাত জন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা দানলাদি সাবো এএফপিকে বলেছেন, ‘আমরা মোট ৪৩টি মৃতদেহ পেয়েছি এবং আহত সাতজন লোককে উদ্ধার করেছি।’ তিনি বলেন, ‘শুক্রবার নিহতদের দাফন করা হয়েছে। আর আহতদের গুসাউর (জামফারার রাজধানী) হাসপাতালে নেওয়া হয়েছে।’
সূত্র: এএফপি।
ইউকে/এএস