ক্রীড়া বিভাগ: হারারে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত অপরাজিত দেড়শ রানের ইনিংস খেলার পর মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। বিসিবির কেউই বিষয়টা জানত না। এমনকী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এসব খবর নিয়ে মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করেন।
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে গার্ড অফ অনার দিয়েছেন তার সতীর্থরা। টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।
বাংলাদেশের ক্রিকেটে বিখ্যাত পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য মাহমুদউল্লাহ। দলের মহাবিপদের সময় ঠাণ্ডা মাথায় তিনি পরিস্থিতি সামাল দিতে পারতেন। দলকে নিয়ে যেতেন নিরাপদ অবস্থানে। ১৬ মাস পর সাদা পোশাকে ফিরে চলতি হারারে টেস্টেও তিনি তাই করেছিলেন।
দলের মহাবিপদের সময় ব্যাট হাতে খেলেন দেড়শ রানের অসাধারণ ইনিংস। বাংলাদেশ দল এখন হারারে টেস্ট জয়ের পথে। অথচ জিম্বাবুয়ে যাওয়ার আগে এই মাহমুদউল্লাহই নাকি বিসিবিকে লিখিতে দিয়েছিলেন যে, তিনি সব ফরম্যাটে খেলতে চান।
ইউকে/এএস