তুরস্কে বাস দুর্ঘটনা, বাংলাদেশিসহ নিহত ১২

বার্তাকক্ষ প্রতিবেদন: তুরস্কের পূর্বাঞ্চলের একটি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৬ জন। বাংলাদেশ ছাড়াও বাসটিতে আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিলেন।

আজ রবিবার সকালে ইরান সীমান্তের কাছে ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় গাড়িটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গেই তরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) থেকে চিকিৎসক দল, দমকল বাহিনী, নিরাপত্তা বাহিনী ও জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভুক্তভোগীদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। কোন দেশের কত জন মারা গেছেন, সেটিও এখনো জানা যায়নি।

ইউরোপে প্রবেশের জন্য তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। এভাবে তুরস্ক হয়ে বহু অভিবাসী ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করেছে। যাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখক বাংলাদেশি রয়েছে যারা তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। এসব অভিবাসী প্রত্যাশীরা জীবনঝুঁকি নিয়ে সাগরপথ পাড়ি দেয়। আবার অনেকে মিনিবাস ও ট্রাকে করে ইউরোপ প্রবেশের চেষ্টা করে।

সূত্র: রয়টার্স।

ইউকে/এএস