রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ৬ সদস্যের তদন্ত কমিটি

বার্তাকক্ষ প্রতিবেদন: রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. রেজাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় সংঘঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। এর কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণ করে সুপারিশমালা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

অফিস আদেশে কমিটিকে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে ৫২টি প্রাণ। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা মরদেহগুলোর ডিএনএন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইউকে/এএস