বিক্ষোভে উত্তাল কিউবা, ধরপাকড়ের হিড়িক

বার্তাকক্ষ প্রতিবেদন: কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ করার সময় কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দ্বীপরাষ্ট্রটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ চলছে।

কিউবার নাগরিকরা বলছেন, অর্থনীতিতে ধস, খাদ্য ও ওষুধের ঘাটতি, পণ্যের দাম বৃদ্ধি এবং সরকারের করোনা মোকাবেলার পদক্ষেপ দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা।

কিউবার প্রেসিডেন্ট তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে তারা যেন লড়াই চালিয়ে যায়।

একজন বিক্ষোভকারী বলেন, আমাদের ঘরে কোনো খাবার নেই, ওষুধ নেই, স্বাধীনতা নেই। এরা আমাদের বাঁচতেই দিচ্ছে না।

বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘স্বাধীনতা’ ও ‘স্বৈরাচারের সাথে ডুবে যাও’।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কিউবায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে। সাধারণ পোশাকধারীরা এসব বাহিনীকে সহায়তা করেছে।

কিউবায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের (এপি) একজন ফটোগ্রাফারও আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলার সময়।

সূত্র : বিবিসি।

ইউকে/এএস