ইস্পাতকঠিন মানচিনির চোখেও জল আনল এই বিজয়

ক্রীড়া বিভাগ: ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ইতালি এবার জিতে নিল ইউরো কাপ। আবেগের বন্যা বয়ে যাওয়াই স্বাভাবিক। এদিকে ইতালির কোচ রবার্তো মানচিনি হিমশীতল মেজাজ নিয়ে পুরো ম্যাচে নজর রাখছিলেন। তার মুখে আবেগের লেশমাত্র দেখা যাচ্ছিল না। ম্যাচ জেতার পর আবেগ বাঁধ মানল না। কঠোর কোচ রবার্তো মানচিনির চোখের কোণে দেখা গেল জল। একের পর এক ফুটবলারকে জড়িয়ে ধরছিলেন। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিলেন।

ম্যাচের পর চোখের জলের প্রসঙ্গে বললেন, ‘অস্বাভাবিক, অকল্পনীয় কিছু অর্জন করতে পারলে এ রকম আবেগ আসাই স্বাভাবিক। ওদের উচ্ছ্বাস করতে দেখে, মুখে হাসি দেখে নিজেকে সামলাতে পারিনি। গত তিন বছর ধরে, বিশেষত শেষ ৫০ দিন ধরে যে কাজ আমরা করে এসেছি, এতদিনে তার একটা সুফল পেলাম। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছে। মাঠের বাইরেও ওদের মধ্যে দারুণ বন্ধুত্ব। এমন একটা বন্ধন তৈরি করেছে যেটা কোনোদিন ভাঙবে না। ফুটবলারদের মধ্যে একে অপরের প্রতি দারুণ শ্রদ্ধা আছে।’

রবিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৩-২ গোলে জিতে দ্বিতীয়বারের মতো শিরোপা তুলে ধরে ইতালি। এ নিয়ে কোচ রবার্তো মানচিনির কোচিংয়ে দলটি টানা ৩৫ ম্যাচে অপরাজিত। এবার ইংল্যান্ডের স্লোগান ছিল ‘ইটস কামিং হোম’। যার পাল্টা হিসেবে ইতালি সমর্থকরা বানিয়েছিলেন ‘ইটস কামিং টু রোম’। শেষেরটাই সত্যি হয়েছে। এ প্রসঙ্গে মানচিনি বললেন, ‘ডেনমার্কের ম্যাচ থেকেই এই কথাটা শুনে আসছি। ইংলিশদের কথা ভেবে দুঃখ লাগছে। কিন্তু কাপ নিয়ে রোমেই ফিরতে হবে আমাদের।’

ইউকে/এএস