ঝড়-বজ্রপাতে নিরাপদ থাকবেন যেভাবে

বার্তাকক্ষ  প্রতিবেদন: আমরা জানি, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাত বেশি হয়। প্রতিবছরই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে আমাদের দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়।

এ বছর বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বর্জপাতও হচ্ছে। কীভাবে সতর্ক থাকলে এমন সময় নিজেদের নিরাপদে রাখতে পারি এটা জেনে রাখা খুব জরুরি।
ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে-

• নিরাপদ আশ্রয়ে যেতে হবে

• বজ্রপাত আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। তাই সঙ্গে ধাতব বস্তু (আংটি, চাবি, কাস্তে, কোদাল, মোবাইল) রাখবেন না

• বাড়িতে থাকলেও করলে জানালার গ্রিল, থেকে দূরে থাকতে হবে

• বিদ্যুতের সব সুইচ বন্ধ রাখুন। এসময়ে কোনো কিছু চার্জ দেবেন না। আর চার্জ দেওয়া অবস্থায় কখনোই মোবাইল ফোনে কথা বলবেন না
• বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে

• টিভি-ফ্রিজ থেকে সাবধান বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না।

• রাস্তায় হাঁটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আর কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার সম্ভাবনাও থেকে যায়।

• চার পাশে খেয়াল রাখুন বজ্রপাতের সময় রাস্তায় চলাচলের সময় আশেপাশে খেয়াল রাখুন। যেদিকে বাজ পড়ার প্রবণতা বেশি সেই দিক বর্জন করুন।

• বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে নিরাপদ স্থানে থাকুন।

কেউ যদি আহত হয়, দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। করোনার এই মহামারির সময়ে বাইরে না গিয়ে যতটা সম্ভব ঘরেই থাকুন।

ইউকে/এসএম