গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া বেতন দাবি

গাজীপুর সংবাদদাতা: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা।

আজ বুধবার (১৪ জুলাই) সকালে সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় অবস্থিত স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা এই বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করার চেষ্টা করেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে ৭০০ কর্মচারী রয়েছেন। তাঁদের কয়েক মাসের বেতন বাকি। কর্মচারীদের সাত মাসের এবং শ্রমিকদের জুন মাসের বেতন বকেয়া। গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) সকালে তাঁরা কাজ বন্ধ রাখলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে বেতন-বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে দেওয়া হয়নি তা। আজ বুধবার সকালে বেতনের দাবি জানানো হলে কারখানা কর্তৃপক্ষ পুনরায় টালবাহানা শুরু করে। পরে কাজ বন্ধ করে সকাল থেকে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। উত্তেজিত শ্রমিকরা এ সময় কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শ্রমিক-কর্মচারীদের বেতন বাকি রয়েছে। এ কারণে সড়কে অবস্থান নিয়েছেন তারা। মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

ইউকে/এএস