শূন্য হলো রাবির উপাচার্যের পদ

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য পদের মেয়াদপূর্ণ করে গত ৬ মে অধ্যাপক এম আব্দুস সোবহান বিদায় নিয়েছেন। একই দিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে রুটিন উপাচার্যের দায়িত্ব দেন।

শুক্রবার (১৬ জুলাই) উপ-উপাচার্যের মেয়াদপূর্ণ করেছেন অধ্যাপক আনন্দ কুমার সাহা। ২০১৭ সালের ১৭ জুলাই চার বছর মেয়াদে উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আনন্দ কুমার সাহা। তার বিদায়ের মধ্য দিয়ে শনিবার (১৭ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য হলো।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় শিক্ষ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে অধ্যাপক আনন্দ কুমার সাহা রুটিন দায়িত্বে ছিলেন। তিনি উপ-উপাচার্যের মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছেন। যেহেতু তিনি উপ-উপাচার্যের দায়িত্বে নেই, তাই স্বাভাবিকভাবেই উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ মে অধ্যাপক আব্দুস সোবহান দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান। এর আগে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্তও তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন।

ইউকে/এএস