আফগান সংঘাতের রাজনৈতিক সমাধানের পক্ষে তালেবান নেতা

বার্তাকক্ষ প্রতিবেদন: তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখন্দজাদা বলেছেন, তিনি আফগান সংঘাতের রাজনৈতিক সমাধানের ‘কঠোরভাবে পক্ষে’ রয়েছেন। আজ রবিবার পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। তিনি এমন সময় এ কথা বললেন, যখন এ কট্টরপন্থী ইসলামী সংগঠন দেশব্যাপী জোরদার যুদ্ধ শুরু করেছে।

মুসলমানদের পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেওয়া এক বার্তায় আখন্দজাদা বলেন, সামরিক অর্জন ও অগ্রসর হওয়া সত্ত্বেও ইসলামিক আমিরাত এ দেশে রাজনৈতিক সমাধানের কঠোরভাবে পক্ষে। তিনি আরো বলেন, ইসলামী শাসনব্যবস্থা, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিটি সুযোগ ইসলামী আমিরাতের মাধ্যমে কাজে লাগানো হবে।

এর আগে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের মুখে একের পর এক অঞ্চল দখলে নিতে উঠেপড়ে লাগে তালেবান। ৭০০ যোদ্ধাকে মুক্তি দেওয়ার শর্তে তালেবান গোষ্ঠী এবার সহিংসতার মধ্যেই তিন মাসের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে বলে দাবি করে অফগান সরকার। তবে এ দাবি নাকচ করে তালেবানরা বলেছে চুক্তির আর কিছু বাকি নেই। আফগানিস্তানের ৪০০ জেলার এক-তৃতীয়াংশের বেশি এখন তালেবানের হাতে।

সূত্র : বাসস।

ইউকে/এএস