বার্তাকক্ষ প্রতিবেদন: ঈদ-উল-আজহা ছুটি শুরু হচ্ছে। পরিবারের সঙ্গে ঈদ করতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছেন। ফলে রাজধানীর রাস্তাগুলোতে গাড়ির চাপ কম।
সোমবার রাজধানীতে চিরচেনা যানজটের সৃষ্টি হয়নি। অনেকটা স্বাভাবিকভাবেই সড়কে যানবাহনের চলাচল করতে দেখা গেছে।
সোমবার (১৯ জুলাই) শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীর কিছু পয়েন্টে ছোট ছোট যানজট দেখা গেছে। তবে রাজধানীর থেকে বের হওয়ার পয়েন্টগুলোতে রয়েছে গাড়ির দীর্ঘ জট।
বনানী থেকে খিলক্ষেত পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট থাকতে দেখা গেছে। এদিকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে সামনেও বেশ যানজট। এদিকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে হাউজবিল্ডিং পর্যন্ত, বিমানবন্দরের রাস্তায় রয়েছে যানজট।
যানবাহনের চালকরা বলছেন, ঈদের ছুটিতে রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
প্রাইভেটকার চালক জিসান বলেন, সড়ক অনেকটা ফাঁকা থাকায় সিএনজি অটোরিকশা চালকদের অনেকেই বেপরোয়া গতিতে চলছে।
এদিকে বলাকা বাসের চালক আরিফুর জানায়, সিটিতে যাত্রী কিছুটা বেড়েছে। তবে দূরের যাত্রী অনেকটাই কম। করোনা পরিস্থিতে আমরা স্বাস্থ্যবিধি মানতে চাইলেও, যাত্রীরা মানতে চায় না। বাস স্ট্যান্ডে বাস থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়মুড়িয়ে উঠে পড়ে।
ইউকে/এএস