বার্তাকক্ষ প্রতিবেদন: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ঈদগাহে ঈদুল আজহা নামাজের কোনো জামাত অনুষ্ঠিত হবে না। তবে, মসজিদে এবং মসজিদের বাইরে খালি জায়গায় জামাতে নামাজ আদায় করা যাবে।
সোমবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান।
মামুন উল হাসান বলেন, সাধারণত ডিএনসিসি এলাকার বিভিন্ন মাঠ ও ঈদগাহে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করা হয়। তবে করোনার কারণে গত বছর থেকেই এটি বন্ধ আছে। এবারও বন্ধ থাকছে। কোনো মাঠ বা ঈদগাহে জামাত করে নামাজ আদায় করা যাবে না। এমনটাই নির্দেশনা আছে। তবে মসজিদে এবং মসজিদের বাইরে খালি জায়গায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করা যাবে।
ঈদুল আযহার নামাজকে ঘিরে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, আমরা মাইকিং করছি এ বিষয়ে। যারা মসজিদে যাবেন তারাও যেন সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করেন। এলাকায় এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এসময় মুসল্লিরা যেন মাস্ক পরেন সেটিও বলা হচ্ছে। মসজিদ কমিটিগুলোকে এসব বিষয়ে সতর্ক করা হয়েছে।
ইউকে/এএস