মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার ঘরমুখো মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে ঘাট এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে এবং কাটা গাড়ির যাত্রীদের চাপ রয়েছে ফেরি ও লঞ্চ ঘাট পয়েন্ট গুলোতে।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারির এমন চিত্র দেখা যায়। যাত্রীবাহী পরিবহন প্রায় দুই শতাধিক, ছোট গাড়ি (প্রাইভেটকার) চার শতাধিক এবং সাধারণ পণ্যবোঝাই ট্রাক দেড় শতাধিক পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, সকাল থেকেই যানবাহনের চাপ রয়েছে যার কারণে ঘাট এলাকায় বেশ কিছু যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি (প্রাইভেটকার) ও সাধারণ পণ্যবোঝাই ট্রাক মিলিয়ে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ১৬টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে বলেও জানান তিনি।
ইউকে/এএস