রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, আগামী ১৬, ১৭ ও ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু সারাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এ সময়ে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আপাতত ভর্তি পরীক্ষা স্থগিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদের ছুটির পর ভর্তি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং পুনঃনির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.ru.ac.bd) ওয়েবসাইট থেকে দেখা যাবে।
ইউকে/এএস