ঈদের দিনেও চাপ কমেনি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে

সিরাজগঞ্জ সংবাদদাতা: ঈদের দিনেও হাজার হাজার যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় এ মহাসড়কের ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে এখনো ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

বুধবার (২১ জুলাই) সকালে ৮টার দিকে মহাসড়কের নলকা মোড়, কড্ডার মোড় মুলিবাড়ী এলাকায় দীর্ঘ লাইনে হাজার হাজার যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। ঘরমুখো মানুষবাহী গণপরিবহন ছাড়াও রয়েছে বিপুল সংখ্যক ট্রাক ও পণ্যবাহী পরিবহন।

অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার ও চান্দাইকোনা রুটের ১৯ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে যান চলাচলে ধীরগতি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ঈদের দিনেও এ মহাসড়কে প্রচুর গাড়ি চলছে। মঙ্গলবার রাতে সেতুর ৪৮ নম্বর পিলারে একটি ট্রাক বিকল হয়ে উল্টে যায়। এ কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে রাতভর তীব্র যানজটে ২৫ কিলোমিটার এলাকা অচল হয়ে পড়ে। ওইসব গাড়ি ধীরে ধীরে সেতু পার হয়ে এপারে আসছে। এ কারণে গাড়ির চাপ রয়েছে।

তিনি বলেন, এ মহাসড়কে দুদিন ধরে গাড়ির গতি কিছুটা কম থাকলেও কোথাও কোনো স্থায়ী বা দীর্ঘ যানজট দেখা যায়নি। পুলিশ মাঠে রয়েছে, কোথাও কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ছুটে যাচ্ছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রায় ৭ শতাধিক পুলিশ মহাসড়কে পালাক্রমে দায়িত্ব পালন করছে। ঈদের দিনেও মহাসড়কে রয়েছে পুলিশের পেট্রোল টিম ও মোবাইল টিম।

ইউকে/এএস