একযোগে ডিএসসিসির বর্জ্য অপসারণ শুরু

বার্তাকক্ষ প্রতিবেদন: ৭৫টি ওয়ার্ডে দুপুর থেকে একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২১ জুলাই) নগর ভবন সূত্রে এ তথ্য জানায়।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন বলেন, বর্জ্য অপসারণ কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হয়েছে। আনুষ্ঠানিক কোনো উদ্বোধনের বিষয় ছিল না। তবে আমরা সকাল ১০টা থেকেই কোরবানির বর্জ্য অপসারণ করা শুরু করেছি।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডিএসসিসির বসবাসকারীদের উদ্দেশ্যে করে বলেন, সিটি করপোরেশনের আমাদের যেসব কর্মী উপস্থিত রয়েছেন, তাদের মাধ্যমে নগরবাসী নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য ফেলেন, তাহলে আমরা অতি দ্রুত বর্জ্য অপসারণ করতে পারবো।

ইউকে/এএস