রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর আটজন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন করে এবং নাওগাঁ ও কুষ্টিয়ায় একজন করে রয়েছেন। এরমধ্যে করোনায় মারা গেছেন চারজন এবং উপসর্গ নিয়ে মারা গিয়েছেন ১৪ জন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৭ জন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৮২ জনের। করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৪ শতাংশ।

ইউকে/এএস