টাঙ্গাইল সংবাদদাতা: ঢাকা থেকে খালি বাস নিয়ে যাত্রী পাওয়ার আশায় উত্তর ও পশ্চিমবঙ্গে যাচ্ছে চালকরা। বৃস্পতিবার (২২ জুলাই) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে খালি বাস চলাচল করতে দেখা গেছে।
এদিকে সরকার ঘোষিত লকডাউন ২৩ জুলাই থেকে কার্যকর শুরু তাই কর্মস্থলে ফিরতে শুরু করেছে অনেকেই। তবে মহাসড়কে অন্যান্য পরিবহন চলাচল কম থাকায় ফাঁকা থাকলেও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাসসহ অন্যান্য যানবাহনের চাপ দেখা গেছে।
কয়েকদিন আগ থেকে শুরু হয়ে ঈদের দিন সকাল পর্যন্ত ঢাকা -টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক যানজট ও পরিবহনের ধীরগতি ছিল। এসময় ঘরমুখী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
সরকার ঘোষিত লকডাউন শুরু হবে আগামীকাল শুক্রবার সকাল থেকে। ফলে কর্মমুখী মানুষজনকে বৃহস্পতিবারই ঢাকায় ফিরতে হবে।
বাস চালকরা জানান, শুক্রবার সকাল থেকে লকডাউন শুরু হবে। তাই যারা ঈদে বাড়ি গেছেন তারা ঢাকায় ফিরবেন এই আশায় আমরা খালি গাড়ি নিয়ে যাচ্ছি যাত্রীর আশায়। যাত্রী নিয়ে রাতেই ঢাকার ফিরবো।
মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, সকাল থেকে বাসের সংখ্যা বেশি মহাসড়কে। সবগুলোই খালি। বাসগুলো উত্তর ও পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে। এছাড়াও ব্যক্তিগত ও ছোট ছোট যানবাহন রয়েছে মহাসড়কে।
ইউকে/এএস