নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রথম দিন করোনার টিকা নিলেন ৫১৬ জন। এর মধ্যে রাজশাহী নগরীর তিনটি কেন্দ্রে ৩০০ জন ও জেলার নয়টি উপজেলায় ২১৬ জন করোনার টিকা নিয়েছেন।
রোববার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রসহ নগরীর পুলিশ লাইন হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালসহ উপজেলার নয়টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়।
রাজশাহীতে প্রথম টিকা নেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, সিভিল সার্জন কাইয়ুম তালুকদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সরকারের বিভিন্নস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।টিকা নিয়েছেন সাধারণ মানুষও।তবে সাধারণ মানুষদের উপস্থিতি কম ছিলো।
রাজশাহীর সিভিল সার্জন কাইয়ুম তালুকদার জানান, প্রথম দিনে নগরীর তিনটি কেন্দ্রে ও উপজেলার নয়টি কেন্দ্রে মোট ৫১৬ জন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।এখন পর্যন্ত সবাই ভালো ও সুস্থ আছেন। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। আশা করছি কারো কোনো ধরনের সমস্যা হবে না।