বার্তাকক্ষ প্রতিবেদন: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গতকাল শুক্রবার সন্ধ্যায় সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে।
এর প্রভাবে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টিপাত হতে পারে। আগামী তিন দিন থাকতে পারে এ ভারি বৃষ্টি।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে রয়েছে। এটি আরো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের স্থলভাগে গিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়বে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরই মধ্যে সমুদ্র তীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। তা আরো বাড়তে পারে। আজ শনিবারও এই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। এরপর ঝোড়ো হাওয়া চলে গেলেও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত থাকবে।
সূত্র আরো জানায়, আগামীকাল রবিবার (২৫ জুলাই) সকাল নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিমি, যা দমকা আকারে ২৫ কিলোমিটারে উঠে যেতে পারে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে।
ইউকে/এএস