টানা ১০ বল মানে তিন হ্যাটট্রিকের সুযোগ : রশিদ খান

ক্রীড়া বিভাগ: ক্রিকেটে একসময় ৪ বলে ওভার হতো। ৮ বলেও হতো। এরপর দীর্ঘদিন ধরেই ৬ বলে ওভার হচ্ছে। সময়ের পালাবদলে শুরু হতে যাচ্ছে ১০০ বলের ক্রিকেট। নতুন এই ফরম্যাটে ৬ বলের ওভার থাকছে না। নতুন এই ফরম্যাটে আছে ৫ বলের একেকটি সেট। প্রতি বোলার ম্যাচে চারটি সেট, অর্থাৎ সর্বোচ্চ ২০ বল করতে পারেন। অধিনায়ক চাইলে কোনো বোলারকে টানা ১০ বলও করাতে পারেন। যা নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত পাওয়া যাচ্ছে।

আফগান স্পিন সুপারস্টার রশিদ খান এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে দল পাওয়া প্রথম ক্রিকেটার। তিনি খেলবেন ট্রেন্ট রকেটস দলের হয়ে। টানা ১০ বল নিয়ে রশিদ বলেছেন, ‘টানা ১০ বল করতে আমি দারুণ রোমাঞ্চিত। এটি সুযোগ করে দিচ্ছে টানা ১০ উইকেট নেওয়ার ও তিনটি হ্যাটট্রিক করার! এই সুযোগ আমাদের থাকছে। অবশ্য টানা ১০ ছক্কাও হতে পারে কিংবা ১০ বলে ৫০ রানও হজম করতে পারি। এটা আসলে নির্ভর করবে কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি ওপর।’

তিনি আরও বলেন, ‘কোনো ব্যাটসম্যান যদি কোনো বোলারকে খেলতে ভুগতে থাকে, তখন অবশ্যই প্রতিপক্ষ অধিনায়ক চাইবেন ওই বোলারকে টানা ১০ বল করিয়ে চাপ ধরে রাখতে। স্পিনার হয়ে যদি নিষ্প্রাণ উইকেট, ছোট মাঠ, এসব মাথায় রাখি, তা কোনো কাজে দেয় না। বরং নিজের স্কিল ও অভিজ্ঞতাকে কাজে লাগালে উপকার হয়। এটাই নিজের নিয়ন্ত্রণে আছে। সবসময় সব মাঠে ৭৫-৮০ মিটার সীমানা পাওয়া যাবে না। বাজে বল করলে বাউন্ডারি ১০০ মিটার হলেও ছক্কা হজম করতে হবে। এটা অবশ্যই চ্যালেঞ্জ।’

ইউকে/এএস