টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ

ক্রীড়া বিভাগ: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুর্বার এ জয়ে সিরিজ জিতল টাইগাররা ২-১ ব্যবধানে। ১৯.২ ওভারে জয়ের লক্ষ্য ১৯৪ রান ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

দুরন্ত ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে ফিফটি হাঁকিয়ে ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন এ তারকা ওপেনার। ৬৮ রান ফিরেছেন সৌম্য। আফিফ ব্যাট করছেন ৭ রান নিয়ে

তার আগে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান। দলীয় স্কোরে বিশ্বসেরা এ অলরাউন্ডার যোগ করেন ২৫ রান। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৪ রান এনে দেন। ৩১* রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন শামীম হোসেন পাটোয়ারি।

তার আগে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ১৯৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

দুরন্ত ব্যাটিং করে যাচ্ছিলেন রেগিস চাকাভা। ছুটে যাচ্ছিলেন ফিফটির দিকে। কিন্তু পারলেন না। দুই রানের আক্ষেপ নিয়ে ফিরলেন চাকাভা। ৪৮ করে সৌম্য সরকারের বলে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

চাকাভা মিস করলেন ফিফটি ছুঁয়েছেন ওয়েসলি মাধেভেরে। ৫৪ রান নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তার উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

ক্যাপ্টেন সিকান্দার রাজাকেও শূন্য রানে বোল্ড করেন সৌম্য। অন্য ওপেনার তাদিওয়ানাশে মারুমানি দলীয় স্কোরে যোগ করেন ২৭ রান। ২৩ রান এনে দেন ডিওন মেয়ার্স। আর ৩১* রানে অপরাজিত থেকে যান রায়ান বার্ল।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন সৌম্য সরকার। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ইউকে/এএস