বার্তাকক্ষ প্রতিবেদন: এক লঘুচাপের প্রভাব কাটতে না কাটতেই আরেকটি লঘুচাপের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে এই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টায় এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টা উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে ৮৩ মিলিমিটার, খেপুপাড়ায় ৬৮ মিলিমিটার আর চট্টগ্রামে ৪১ মিলিমিটার।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ইউকে/এএস