নমুনা দিতে এসে লাইনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে এসে ইকবাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, ঠাণ্ডাসহ নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। বুধবার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে তাকে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে অচেতন হয়ে তিনি মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ইসিজি করে মৃত্যু নিশ্চিত করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ইকবাল নামের ব্যক্তিটি করোনা ভাইরাস সাসপেক্টেড ছিলেন। সকালে হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অচেতন হয়ে ঢলে পড়লে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আমরা ইসিজি করলে রিপোর্টে মৃত পাওয়া যায়।

ইউকে/এএস