রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানইউতে ভারানে

ক্রীড়া বিভাগ: কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। এবার রিয়াল ছাড়লেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। তিনি পাড়ি জমাচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ম্যানইউ জানায়, ‘ফরাসি জাতীয় দলের ডিফেন্ডার ও বিশ্বকাপজয়ী তারকা রাফায়েল ভারানেকে দলে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছি আমরা। এই সংবাদ প্রকাশ করতে পেরে ম্যানইউ আনন্দিত।’

ভারানে ৪১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্পেন থেকে ইংল্যান্ডে উড়াল দিচ্ছেন। ২০১১ সাল থেকে রিয়ালের হয়ে খেলেছেন ভারানে। রিয়ালের হয়ে ৩৫০টি ও ফ্রান্সের হয়ে ৭৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জিতেন এই ডিফেন্ডার।

ইউকে/এএস