চবি সংবাদদাতা: করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টার্সের শিক্ষার্থী তানজিদা মোরশেদ।বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে চট্টগ্রাম ডায়বেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তানজিদা মোরশেদের সহপাঠী মো. শওকত আলী বলেন, ঈদের আগ থেকে তানজিদার জ্বর ছিল। অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকাল বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় আইসিইউতে পাঠানো হয়। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়।
তানজিদা চবি ইংরেজি বিভাগের মাস্টার্স বর্ষের শিক্ষার্থী। বিভাগে তিনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। তানজিদার পরিবারে মা ও বড় বোন আছেন। তিনি পরিবারের সঙ্গে নগরের হালিশহর থানার বি-ব্লক আবাসিকে থাকতেন।
সকাল সাড়ে ১০ টায় জানাযা শেষে হালিশহরে তাকে দাফন করা হয়।
ইউকে/এএস