করোনায় আক্রান্ত হামজা; জুভেন্তাসের সবাই আইসোলেশনে!

ক্রীড়া বিভাগ: আবারও করোনা হানা দিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস শিবিরে। ক্লাবটির তিউনিশিয়ান মিডফিল্ডার হামজা রাফিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার কভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসায় ক্লাবটির পুরো স্কোয়াডকে আইসোলেশনে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জুভেন্তাস কর্তৃপক্ষ।

হামজার দেহে করোনা শনাক্তের পর দলের সবার করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের পরীক্ষার ফল আসবে নেগেটিভ তারা অনুশীলন চালিয়ে যেতে পারবেন। তবে তারা দলের বাইরের কারো সংস্পর্শে যেতে পারবেন না। ২২ বছর বয়সী রাফিয়া ২০১৯ সালের জুলাইয়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

আগামী শনিবার প্রীতি ম্যাচে মোনসার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জুভেন্তাস। এরপর ৮ আগস্ট বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে তারা প্রাক মৌসুমের শেষ প্রীতি ম্যাচটি খেলবে। আগামী ২২ আগস্ট স্বাগতিক উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে জুভেন্তাসের সিরি আ মিশন শুরু হবে। গত ২০২০-২১ আসরটি তারা চার নম্বরে থেকে শেষ করেছিল।

ইউকে/এএস