ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৭ কিমি যানজট

টাঙ্গাইল সংবাদদাতা: গণপরিবহন চালু হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৭ কিলোমিটার উত্তরবঙ্গমুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (০১ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়তে বাড়তে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২/১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। শনিবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮৫৭টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে ২৭ হাজার ৯৮৯ টি যানবাহন উত্তরবঙ্গ পার হয়ে ঢাকার দিকে যায়।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পোশাক কারখানা খুলে দেওয়ার কারণে শনিবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ট্রাক, পিকআপভ্যানসহ বিভিন্ন যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকার দিকে গেছে। রাতে বাস চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রচুর বাসও রাস্তায় নামে। এসব যানবাহন গন্তব্যে যাত্রী নামিয়ে দিয়ে শনিবার গভীর রাত থেকে উত্তরবঙ্গের দিকে ফিরতে থাকে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সেতুর পশ্চিমপ্রান্তে যানবাহন টানতে না পারায় পরিবহনের লাইন সেতু পার হয়ে পূর্ব প্রান্ত টাঙ্গাইলের দিকে চলে আসে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহন চালু হওয়ার পর ভোর রাত থেকে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে।

ইউকে/এএস