আফগানিস্তানের তিন শহর দখলে তীব্র লড়াই করছে তালেবানরা

বার্তাকক্ষ প্রতিবেদন: আফগানিস্তানের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ শহরকে কেন্দ্র করে তালেবানদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকারি বাহিনীর কাছ থেকে এসব শহরের দখল নেওয়ার জন্য তালেবানরা সেখানে হামলা জোরদার করেছে।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরে তালেবান তাদের আক্রমণ জোরদার করেছে এবং তারা শহরের ভেতরে ঢুকে পড়ছে। লস্কর গাহ এবং কান্দাহারেও লড়াই চলছে বলে জানা গেছে।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা এর আগে বলেছেন, মার্কিন বিমান হামলার সহায়তায় তালেবানদের তারা পিছু হঠতে বাধ্য করেছেন। তবে গতকাল শনিবার হেরাতে আবারো লড়াই শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, গতকাল গর্ভনরের দপ্তরের কাছাকাছি পৌঁছেছিল তালেবানরা। তবে তাদের হঠিয়ে দেওয়া হয়েছে। আফগান এক সাংসদ জানিয়েেছেন, লড়াইয়ে কান্দাহার শহরে ৩০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে এবং খাদ্য ও পানির চরম সঙ্কট দেখা দিয়েছে।
সূত্র: বিবিসি।

ইউকে/এএস