দেশে দুই মাসের মধ্যে টিকা উৎপাদন সম্ভব: পররাষ্ট্র মন্ত্রী

বার্তাকক্ষ প্রতিবেদন: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের সিনোফার্ম টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর হবে। চীন এমওইউ স্বাক্ষরের জন্য প্রস্তাব দিয়েছে।

সোমবার( ২ আগস্ট ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, চীন টিকার যৌথ উৎপাদনে এমওইউ সইয়ে প্রস্তাব দিয়েছে। আমরা সেই প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও সিনোফার্ম এই টিকার যৌথ উৎপাদন করবে। এমওইউ যত দ্রুত হবে, ততই ভালো।

তিনি জানান চীন অনেক দেশের সঙ্গেই টিকার যৌথ উৎপাদনে যাচ্ছে। আমাদের সঙ্গে চুক্তি হওয়ার দুই মাসের মধ্যে উৎপাদন সম্ভব হবে।

ইউকে/এএস