মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং পেলেন প্রধানমন্ত্রীর দায়িত্ব

বার্তাকক্ষ প্রতিবেদন: মিয়ানমারের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন সে দেশের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং। গতকাল স্থানীয় সময় রবিবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এক বিবৃতিতে তাকে ‘তত্ত্বাবধায়ক সরকারের’ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মিন অং হ্লাইং ঘোষণা দেন- ২০২৩ সালের আগস্টের মধ্যে বহুদলীয় জাতীয় নির্বাচনের আয়োজন করবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল করে সে দেশের সেনাবাহিনী। ওই দিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটকের ঘটনা ঘটে। মিয়ানমারে জরুরি অবস্থাও ঘোষণা করা হয় সেদিন। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী।

এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে সু চি সমর্থকরা। বিক্ষোভকারীদের ব্যাপারে কড়া পদক্ষেপ নেয় সেনাবাহিনী। অভ্যুত্থানের পর অন্তত ৯৩৯ জনকে হত্যা করেছে মিয়ানমারের সরকারি বাহিনী।
সূত্র: সিএনএন, রয়টার্স।

ইউকে/এএস